কলেজ স্ট্রিট, শিক্ষা সংবাদ, ১৪/০৩/২০২৩ : ডিপার্টমেন্ট অফ আস্ট্রোনমি, আস্ট্রোফিজিক্স এবং স্পেস ইনজিয়ানিয়ারিং (DAASE ) এবং আই আইটি ইন্দোর যৌথভাবে শুরু করতে চলেছে মহাকাশ বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের ওপর নতুন কোর্স। ২০২৩-২৪ সালে অন ডিম্যান্ড এই নতুন কোর্সটি চালু হতে যাচ্ছে।
জয়েন্ট এন্ট্রান্স বা এডভান্স এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে মাত্র ২০ জন (প্রতি ব্যাচে) এই কোর্স করার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। নির্বাচিত সফল পড়ুয়ারা নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে প্রজেক্ট করার সুযোগ পাবেন। প্রজেক্টগুলি হল স্পেস ইন্সট্রুমেন্টেশান - ডিটেক্টর্স ও পেলোড, ইম্যাজিং ও ডাটা এনালিটিক্স, রিমোট সেন্সিং ও এটমোস্ফেরিক ইঞ্জিনিয়ারিং, এস্ট্রোনমি ও এস্ট্রোফিজিক্স।
কোর্সের শেষে অর্থাৎ ৪ বছর পর পড়ুয়াদেরকে চূড়ান্ত গবেষণার কাজ করতে পাঠানো হবে। বিশেষ করে পে লোড বিভাগে, ছোটখাটো স্যাটেলাইট এবং ডিটেক্টর তৈরির কাজে নিয়োগ করা হবে. এছাড়াও থাকবে ডাটা এনালিটিক্সের কাজ, হাই এন্ড নিউমেরিক্যাল সিমুলেশনের কাজ. এছাড়াও থাকবে ক্লাইমেট চেঞ্জ, ইকোলজি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট, আর্থ অবজারভেশন, ডিফেন্স, কমিউনিকেশন এবং জ্যোতির্বিজ্ঞান গবেষণার কাজ।